শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৪ জুন ২০২৪ ১৬ : ৪১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ৪৮ লোকসভা আসনের মহারাষ্ট্র। দেশের রাজনীতিতে খেলা ঘোরাতে উত্তরপ্রদেশের মতোই সূচক ধরা হয় মহারাষ্ট্রের প্রাপ্ত আসন সংখ্যাকে। গেরুয়া শিবির দল ভারি করতে সে রাজ্যে পরপর দু' বার দল ভাঙার খেলায় নেমেছে। দল ভাঙতে সফল হলেও, তার যে ভোট বাক্সে পড়ল না, সেকথা স্পষ্ট হয়ে গেল বেলা গড়াতেই। লোকসভা ভোটের আগে মহারাষ্ট্র পরপর দেখেছে শিবসেনা এবং এনসিপির ভাঙন। একদিকে শিবসেনা এবং উদ্ধব ঠাকরের হাত ছেড়ে বিজেপির হাত ধরেছিলেন একনাথ শিন্ডে। শুধু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ নয় কমিশনের নির্দেশে দলের আসল নাম এবং প্রতীকও হারাতে হয়েছিল বালা সাহেব পুত্র উদ্ধব ঠাকরেকে। অন্যদিকে অজিত পাওয়ার গেরুয়া শিবিরে যাওয়ার পর ভাগ হয়ে যায় এনসিপিও। ওয়াকিবহাল মহলের মতে, বিজেপি চেয়েছিল দুই প্রধান শক্তিশালী দলকে ভাঙিয়ে ভোট বাক্সে ফায়দা তুলতে। তবে ভোটের গণনায় বেলা যত গড়াচ্ছে, তত বোঝা যাচ্ছে হিসেবে ভুল হয়েছে গেরুয়া শিবিরের। শেষ পাওয়া খবর অনুযায়ী ইন্ডিয়া জোট এগিয়ে ৩০ আসনে, অন্যদিকে এনডিএ জোটের সম্বল ১৭। অন্যান্যরা এগিয়ে ১ আসনে। শিবসেনা উদ্ধব ঠাকরে শিবির এগিয়ে ১০ আসনে, এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী এগিয়ে ৮ আসনে এবং কংগ্রেস এগিয়ে ১১ আসনে। অন্যদিকে শিবসেনা শিন্ডে শিবির এবং এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী মিলিয়ে এগিয়ে কেবল ৭ আসনে। নজর ছিল বরামতী আসনের দিকেও। শরদ-কন্যা সুপ্রিয়ার বিপরীতে বিজেপির তাস ছিলেন অজিত-পত্নী। সুপ্রিয়া হারলে হারত শরদ-গড়। এখনও পর্যন্ত সেখানে ভাল মার্জিনে এগিয়ে রয়েছেন সুপ্রিয়া। শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে, তাঁদের থেকে ছিনিয়ে নেওয়া হল দলের নাম, প্রতীক। তবুও, প্রায় ৮ ঘন্টার গণনার পর দেখা গেল, মহারাষ্ট্রে আসল ভোট বাক্সে খেলা ঘোরালেন উদ্ধব-শরদই।